যদি কোনোদিন পরিচালকের চেয়ারে বসেন তাহলে বাবা শক্তি কাপুরকে দিয়ে অভিনয় করাতে চান অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর সেশনে তাকে জিজ্ঞাসা করা হয় : “পরিচালনা করলে কোন অভিনেতাকে বাছাই করবেন?” এর
জবাবে শ্রদ্ধা বলেন, “পরিচালনা করলে আমার মনে হয় আমি আমার বাবাকে দিয়ে কাজ করাব।”
শুক্রবার ৩০ বছর বয়সী অভিনেত্রীটির ‘হাসিনা পারকার’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।
এই চলচ্চিত্রটির জন্য শ্রদ্ধাকে প্রায় ৮ কিলোগ্রাম ওজন বাড়াতে হয়েছে, পরে অবশ্য কসরত করে তিনি ওজন স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছেন। জীবনী চলচ্চিত্রটিতে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের জীবনের কাহিনী বর্ণিত হয়েছে।
‘হাসিনা পারকার’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।
‘রাজা বাবু’, ‘সাজান চালে সাসুরাল’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘হিরো নাম্বার ওয়ান’ এবং আরও কিছু চলচ্চিত্রে শক্তি কাপুরে সহাভিনেতা গোবিন্দ সম্পর্কে তিনি বলেন, “তিনি অতুলনীয় একজন অভিনেতা। আমি তার বড় ভক্ত।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন