বিনোদন রিপোর্ট: ভারতের আনন্দবাজার পত্রিকা কর্তৃক আয়োজিত এবিপি আনন্দ বরাবরের মত এবারও প্রদান করেছে ‘সেরা বাঙালি’ পুরস্কার। এ আয়োজনে এবার অভিনয়ের জন্য প্রদান করা হয়েছে মাত্র একটি পুরস্কার। পুরস্কারটি জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জন্য বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্য থেকে জয়াই প্রথমবারের মতো এ পুরস্কার পেলেন। গত ২৯ জুলাই জয়ার হাতে এ পুরস্কার তুলে দেন টালিগঞ্জের অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়। পুরস্কারপ্রাপ্তির পর এক ফেসবুক বার্তায় জয়া লিখেছেন, ‘আমি বাঙালি। আমার বড় পরিচয়। আমার এই পরিচয়টিকে 'এবিপি আনন্দ' সম্মান জানিয়ে এবারের 'সেরা বাঙালি' পুরস্কারে ভূষিত করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এ সম্মান পাবার আমি এখনো পুরোপুরি যোগ্য নই। অভিনয় স্কুলে মাত্র অ, আ, ক, খ শিখতে শুরু করেছি। তারপরও যে কোনো স্বীকৃতি এটি অন্তত নিশ্চিত করে, আমি ভুল পথে নেই। হাজার বছরের বাঙালি সংস্কৃতির সমৃদ্ধি সাধনে যে শিল্পী ও সংস্কৃতি কর্মীরা ত্যাগ ও নিরলস কর্ম করে গেছেন আমিও তাদের মতোই একজন নিরলস কর্মী মাত্র। আমার আগে এই সম্মানে যারা ভূষিত হয়েছেন তাদের কাতারে নিজেকে দেখতে পেয়ে ধন্য মনে করছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি জয় গোস্বামী, রামানন্দ বন্দোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, বিভাষ চক্রবর্তী, পি সি সরকার জুনিয়র, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পাশে দাঁড়িয়ে এ সম্মাননা গ্রহণ করতে পারাটা নিশ্চয়ই আমি মনে রাখব আজীবন! আয়োজক এবং জুরিবোর্ডকে ধন্যবাদ। তবে বরাবরের মত ধন্যবাদ দেবো আমার কাজের সাথে জড়িয়ে থাকা প্রতিটি শিল্পী, নির্মাতা, চিত্রনাট্যকার, সহশিল্পী, রূপসজ্জাকর, চিত্রগ্রাহক, পোশাক পরিকল্পক, শিল্প নির্দেশক এবং অবশ্যই আমার দর্শকদের। আপনাদের নি:স্বার্থ মায়ার টানেই আমি আমার সর্বস্ব দিয়েছি অভিনয়কে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন