শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দীর্ঘ দিন পর ঈদে পপির সিনেমা

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: দীর্ঘ দিন পর ঈদে মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত চলচ্চিত্র সোনাবন্ধু। এতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। গত বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনা বন্ধু’র ডাবিং-এর কাজ শেষ করেছেন পপি। পপি বলেন, ‘সোনা বন্ধু চলচ্চিত্রে আমাকে চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাবে। আমার সবসময়ই চেষ্টা থাকে চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার। এই চলচ্চিত্রেও চরিত্র ফুটিয়ে তুলতে আন্তরিকতার কমতি ছিলো না। বলা যায়, দর্শক আমাকে সোনা বন্ধু চলচ্চিত্রে নতুনরূপে দেখতে পাবেন। চলচ্চিত্রটি নিয়েআমি খুব আশাবাদী।’ ‘সোনা বন্ধু’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাহবুবা শাহরীন। এদিকে গত ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও কোরবানীর ঈদের জন্য পপি এখনো নাটক ও টেলিফিল্মের কাজ শুরু করেননি। গত ঈদে পপিকে দেখা যায় কায়সার আহমেদ’র ‘মেন্টাল’, সাদেক সিদ্দিকীর ‘কুসুমপুরের কুসুম কলি’ এবং বি ইউ শুভ’র ‘দুপুর আকাশে একলা চিল’ নাটকে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নারগিস আক্তারের ‘পৌষ মাসের পীরিতি’। পপি চলচ্চিত্রে অভিনয়ের জন্য এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। কালাম কায়সারের ‘কারাগার’, নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন