বিনোদন রিপোর্ট: নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন মাধবীখ্যাত গায়ক আতিক হাসান। তার নতুন মিউকিজ ভিডিও তুমি আসলে না ইউটিউবে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে চার বছর পর নতুন ভিডিওতে পাওয়া গেল এ গায়ককে। পুরো ভিডিওটি নির্মিত হয়েছে ইনডোর সেটে। নির্মাতা খান মাহি জানান, এর আগে এই ধরনের মিউজিক ভিডিওতে আতিক হাসানকে দেখা যায়নি। গানটিরসঙ্গীত পরিচালনা করেছেন এম এ রহমান। গত ঈদুল ফিতরে প্রকাশিত হয় আতিকের তিন গানের অ্যালবাম কন্যা। এই অ্যালবামের গান তুমি আসলে না। আতিক হাসান বলেন, প্রায় ৪ বছর পর নতুন মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি, গানটি দর্শক-শ্রোতাদের ভাল লাগবে। উল্লেখ্য, ২০০২ সালে ইথুন বাবুর কথা ও সুরে আতিক হাসানের প্রথম অ্যালবাম প্রকাশ হয়, শিরোনাম মাধবী কী ছিল গো ভুল। অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন