আশিক বন্ধু: উত্তম আকাশের নতুন সিনেমা ধূসর কুয়াশার মাধ্যেমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে মুন্নার। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন নিপূণ। ইতোমধ্যে সিনেমাটির শূটিং শেষ হয়েছে। মুন্না বলেন, বড় পর্দায় অভিনয় করা আমার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে প্রস্তুত করেছি। আমি সবার ভালবাসায় সিক্ত হতে চাই। অভিনয় করে সম্মান পেতে চাই। ধূসর কুয়াশা সব ধরনের সিনেমাপ্রেমীরা সিনেমা হলে বসে উপভোগ করতে পারবেন। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। মুক্তি পেলে ভালো সাড়া পাবো। মুন্নার পুরো নাম মাহবুবুর রশীদ মুন্না। তবে মুন্না নামেই তিনি চলচ্চিত্রে পরিচিত হতে চান। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে হাজির হচ্ছেন। ধুসর কুয়াশাতে আরো অভিনয় করেছেন পু®িপতা পপি, আমিন আজাদ, শিবা সানু, এস আই ফারুক, সেলিম চৌধুরীসহ অনেকে। হিসাম মাল্টিামিডিয়ার ব্যানারে সিনেমার সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ ও ইমন সাহা। গানে কন্ঠ দিয়েছেন কণা, কিশোর ও এশী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন