বিনোদন রিপোর্ট: সঙ্গীতশিল্পী শেখ মহসীনের গাওয়া বেশ কিছু গান শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। তার গাওয়া ময়না গানটি দিয়ে বেশ আলোড়ন তুলেছেন। প্রতিভাবান এ কণ্ঠশিল্পীর তিনটি সফল অ্যালবামের ধারাবাহিকতায় এবার প্রকাশ হতে যাচ্ছে চতুর্থ একক অ্যালবাম জলের আয়না। আগামী ২০ আগস্ট দেশের প্রথমসারির প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-এর ব্যানারে প্রকাশ পাবে অ্যালবামটি। স¤প্রতি শেষ হওয়া নতুন এই অ্যালবামের সবগুলো গানের সুর করেছেন শেখ মহসীন নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন সচি শামস। গান লিখেছেন- শহীদুল্লাহ ফরায়জি, অনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, ফয়সাল রাব্বিকিন, সাঈদ রহমান এবং এন আই বুলবুল। মহসীন বলেন, এই সময়ের খ্যাতিমান গীতিকারদের কথায় অ্যালবামটি সাজিয়েছি। বরাবরই প্রতিটি গানের কথা ও সুরে নতুনত্ব রাখার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতারা গানগুলো শুনে নিরাশ হবেন না। অ্যালবামটি প্রকাশের পর একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত বছর মহসীনের তৃতীয় একক ময়না প্রকাশিত হয়। এর আগে প্রকাশ পায় পাহাড় সমান দুঃখ আমার এবং একলা ভালোবাসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন