‘পদ্মাবতী’ চলচ্চিত্রের পর অভিনেতা শাহিদ কাপুর নতুন আর কোনও ফিল্মে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হননি। তিনি যে পর্দায় অনুপস্থিত আছেন এ নিয়ে তার উদ্বেগ নেই বলে তিনি জানিয়েছেন। বর্তমানে ‘পদ্মাবতী’র চলচ্চিত্রায়ন চলছে।
“আমি ‘পদ্মাবতী’র পর কোনও ফিল্মে স্বাক্ষর করিনি, আর তা উদ্বেগের কোনও ব্যাপার নয়। যদি ভাল ফিল্মে সুযোগ না পাওয়া যায় সেটাই উদ্বেগের বিষয়,” শাহিদ বলেন।
“ভাল কাজের জন্য অপেক্ষা করাও ভাল। আমি সেসব ফিল্মের সঙ্গে সংশ্লিষ্ট হতে চাই যেগুলোর বিষয়বস্তু ভাল আর একই সঙ্গে তাতে যথেষ্ট বিনোদনের উপকরণ আছে,” তিনি বলেন।
ইতিহাসের পটভূমিতে সঞ্জয় লিলা ভানসালির ‘পদ্মাবতী’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং রণবীর সিং।
ভানসালি শাহিদের কাজে বেশ সন্তুষ্ট তার ‘ট্যুসডেজ অ্যান্ড ফ্রাইডেজ’ চলচ্চিত্রেও তাকে দেখা যাবে।
শাহিদকে সর্বশেষ দেখা গেছে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ফিল্মে। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে বিপর্যয়ের শিকার হয়েছে বলে তিনি খুব ব্যথিত হয়েছেন বলে জানান। তবে তিনি আবার ভরদ্বাজের ফিল্মে কাজ করার আশা প্রকাশ করেছেন। চলচ্চিত্রটিতে তার সঙ্গে অভিনয়ে ছিলেন কঙ্গনা রানৌত এবং সাইফ আলি খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন