বিনোদন রিপোর্ট: ফিজআপের নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন কাজল সুবর্ণ। এতে তার সাথে রয়েছেন মাহফুজ আহমেদ। ইতোমধ্যে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। সিদ্ধার্থ ব্যানার্জীর পরিচালনায় নির্মিত বিজ্ঞাপনটির পুরো শূটিং হয়েছে নেপালে। বিজ্ঞাপনপি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছেন কাজল। কাজল বলেন,অসাধারণ একটি কাজ হয়েছে। বেশ চমক রয়েছে বিজ্ঞাপনটিতে। জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপনটির চিত্রনাট্য, লোকেশন সবকিছুই দারুণ ছিল। আমি নিজেও একটু এক্সসাইটেড বিজ্ঞাপনটি নিয়ে। মাহফুজ ভাইয়ের মতো একজন গুণী শিল্পীর সাথে কাজ করার অভিজ্ঞতাটাই আলাদা। বিজ্ঞাপনটি প্রচার শুরু হবার পর থেকে দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। কাজল জানান, আরো কিছু বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে কথা চলছে তার। সবকিছু ঠিক থাকলে শিঘ্রই এগুলোর কাজ শুরু করব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন