বিনোদন ডেস্ক: শূটিংয়ের ফাঁকে মরক্কোয় দারুণ সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি শেয়ারও করছেন ক্যাটরিনা। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, স¤প্রতি মরক্কোর এক রেস্তোঁরায় খেতে গিয়েছিল টাইগার জিন্দা হ্যায় চলচ্চিত্রের পুরো টিম। সেখানেই দুটি সেলফি তুলে শেয়ার দিয়েছেন ক্যাটরিনা। একটি সেলফি সালমানকে না জানিয়ে তুলেছেন ক্যাটরিনা। যেখানে চামচ মুখে তাকিয়ে রয়েছেন সালমান। মরক্কোতে যার হাতের খাবার খেয়েছেন, তার সঙ্গেও ছবি তুলতে ভুল করেননি ক্যাটরিনা। সে ছবিতে ক্যাটরিনাকে পরিষ্কার দেখা গেলেও সালমানকে দেখা গেছে অ¯পষ্টভাবে। তিনটি ছবিতেই সালমানের পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট, গলায় এক থা টাইগারের চিরচেনা স্কার্ফ। অন্যদিকে কালো রঙের পোশাকে ছিলেন ক্যাটরিনা। এদিকে, শুটিংয়ের অজুহাতে সালমান ক্যাটরিনার কাছে আসাটাকে মেনে নিতে পারছেন না সালমানের বান্ধবী ইউলিয়া ভান্টুর। জুম টিভির খবরে জানা যায়, শূটিং দেখার পাশাপাশি সালমানের সঙ্গে মধুর সময় কাটাতে মরক্কো গিয়েছিলেন ইউলিয়া। কিন্তু সেখানে সালমানের সঙ্গে ক্যাটরিনার সুস¤পর্ক সহ্য করতে পারেননি ইউলিয়া। তাই সালমানকে মরক্কোতে রেখেই মুম্বাইয়ে ফিরেছেন ইউলিয়া ভান্টুর। মরক্কোতে শূটিং শেষ করে টাইগার জিন্দা হ্যায় সিনেমারা টিম যাবে দুবাইতে। সেখানে হবে সিনেমার বাকি অংশের শূটিং।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন