শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আনোয়ারার স্বামীর চিকিৎসা সহায়তা করবে শিল্পী সমিতি

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বিশিষ্ট চলচ্চিত্রানেত্রী আনোয়ারার স্বামীর চিকিৎসায় পাশে দাঁড়াবে চলচ্চিত্র শিল্পী সমিতি। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী বর্তমানে অর্থ সংকটে ভুগছেন। গত ১৩ জুলাই তার স্বামী মহিতুল ইসলাম স্ট্রোক করেন। তার চিকিৎসায় অনেক টাকা ব্যয় হচ্ছে। এই চিকিৎসা ব্যয় মিটাতে প্রযোজকদের কাছে আনোয়ারার পারিশ্রমিকের বকেয়া টাকা ফেরত দেয়ার অনুরোধ করেন তিনি। তার আহŸানে এগিয়ে এসেছে শিল্পী সমিতি। জায়েদ খান বলেন, শিল্পীদের সকল সমস্যায় আমরা পাশে থেকেছি এবং থাকবো। আনোয়ারা ম্যাডামের এই বিপদে আমরা অবশ্যই পাশে থাকবো। আমরা তার স্বামীর রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আনোয়ারার স্বামী আগারগাঁওয়ে একটি হাসপাতালে ডা. দীন মোহাম্মদের তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাইফুল ইসলাম ৩ আগস্ট, ২০১৭, ২:০৬ এএম says : 0
খুব ভালো উদ্যোগ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন