শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অবস্থার অবনতি: আইসিইউতে আব্দুল জব্বার

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: কিংবদন্তী গায়ক আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আইসিইউতে নেয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে তিন নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে। আব্দুল জব্বারের ছোট ভাই মাসুদ জানান, গত মঙ্গলবার তার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রæত আইসিইউতে স্থানান্তর করেন। তাকে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করাতে হচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে যেতে হবে। কিন্তু আর্থিক সংকটে তা এখন সম্ভব হচ্ছে না। আবদুল জব্বারের ছোট ছেলে বাবু জব্বার জানান, তিনি এখন কাউকে ভালো করে চিনতে পারছেন না। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রæত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। উল্লেখ্য, কালজয়ী এ কণ্ঠশিল্পী গত আড়াই মাস ধরে কিডনি, হার্ট ও প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন