বিনোদন রিপোর্ট: প্রথমবারের মতো কোনো বিজ্ঞাপনে জুটি হয়ে পারফরম করছেন চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক রিয়াজ। থাই বেবী ডায়াপার নামে একটি বিজ্ঞাপনচিত্রে তারা মডেল হবেন। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা মনিরুল ইসলাম সোহেল। তিনি জানান, বিজ্ঞাপনটিতে ফ্যামিলি ড্রামা তুলে ধরা হবে। বাসায় সন্তানদের দেখাশোনা ও যত্ম স্ত্রীরাই করে থাকে। কর্মরত থাকায় সন্তানদের খুব একটা যত্ম ও দেখাশোনা করা স্বামীদের পক্ষে সম্ভব হয় না। এই বিষয়টির উপর বিজ্ঞাপনের গল্প আবর্তিত হয়েছে। এটি অন্যসব বিজ্ঞাপনের মতো নয়। এতে ছন্দময় সংলাপ থাকবে। বলা যায়, একটি ছন্দময় বিজ্ঞাপন। তিনি জানান, বিজ্ঞাপনটির দৈর্ঘ্য হবে ৪০ সেকেন্ডের। গুলশান নিকেতনের একটি বাড়িতে এর শূটিং হবে। শূটিং শেষে এ মাসেই প্রচারের সম্ভাবনা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন