শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জেমস বন্ডের নতুন পর্ব শাটারহ্যান্ড

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: জেমস বন্ড সিরিজের ২৫তম পর্বের নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে এর গল্পের প্লট। যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্যাটারহ্যান্ড নামেই সিনেমাটির শূটিং হবে। এ পর্বে দৃষ্টিহীন এক ভিলেনের মুখোমুখি হতে হবে জেমস বন্ডকে।ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মিরর জানিয়েছে, ২৫তম বন্ড সিনেমার শূটিং হবে ক্রোয়েশিয়ায়। এছাড়া জাপান এবং দক্ষিণ ফ্রান্সেও যাবে ইউনিট। শ্যাটারহ্যান্ড মুক্তি পাবে ২০১৯ সালের ৮ নভেম্বর।রেমন্ড বেনসনের লেখা ২০০১ সালে প্রকাশিত নেভার ড্রিম অব ডাইং গ্রন্থ অবলম্বনে সাজানো হয়েছে নতুন পর্বের চিত্রনাট্য। এর আগে এই সিরিজের টুমরো নেভার ডাইস, দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ, ডাই এনাদার ডে পর্বগুলোও তৈরি হয়েছে তার উপন্যাস অবলম্বনে। নেভার ড্রিম অব ডাইং বইটিতে গুরুত্ব পেয়েছে টাইলিন মিগনোন নামের এক চিত্রনায়িকার সঙ্গে বন্ডের স¤পর্ক। টাইলিনের স্বামী ‘দ্য ইউনিয়ন’ নামে অপরাধ সংগঠনের সঙ্গে জড়িত। জেমস বন্ড চরিত্রে পঞ্চমবারের মতো ড্যানিয়েল ক্রেগকে দেখা যাবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এটা মোটামুটি নিশ্চিত যে তিনিই নতুন পর্বের বন্ড হবেন। এর আগে ড্যানিয়েল ক্রেগ অভিনীত বন্ড সিরিজের পর্বগুলো হলো ক্যাসিনো রয়েল, কোয়ান্টাম অব সোলেস ,স্কাইফল ও ¯েপক্টর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন