শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সালমানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক কেমন

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বলিউডের সুপারস্টার সালমান খানের সাথে একসময় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক ছিল। বেশ কয়েক বছর আগে তাদের এ সম্পর্ক ভেঙ্গে যায়। ক্যাটরিনা রনবীরসহ অন্য অভিনেতাদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। সেসব সম্পর্কও বেশিদিন টিকেনি। আবার সালমানের কাছেই ফিরে আসেন। তবে এবারের সম্পর্কটা প্রেমের নয়। কাজের সম্পর্ক। দুজনের সাথেই এখন খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের এ সম্পর্ক নিয়ে ক্যাটরিনা মুখ খুলেছেন। ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, সালমান ও ক্যাটরিনার প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্বের সম্পর্ক এখনও বেশ মজবুত। ক্যাটরিনা বলেন, সালমানের সঙ্গে আমার স¤পর্ক কেমন, তা শেয়ার করা বেশ কঠিন কাজ। পৃথিবীর যেকোনো বিষয় নিয়ে আমি সালমানের সঙ্গে কথা বলতে পারি। আমাদের একে অপরের প্রতি সম্মানও রয়েছে। যা একটা স¤পর্কের জন্য খুবই জরুরি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাইমন ৬ আগস্ট, ২০১৭, ২:০১ এএম says : 0
এসব নিউজ কী দৈনিক ইনকিলাবে না করলেই নয় ?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন