বিনোদন রিপোর্ট: নতুন দুই বিজ্ঞাপনে কাজ করলেন মডেল-অভিনেত্রী রাহা তানহা খান। একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির বিজ্ঞাপন, অন্যটি যমুনা ফ্রিজের বিজ্ঞাপন। দুটি বিজ্ঞাপনের চিত্রধারণ শেষ হয়েছে। রাহা জানান, রবির বিজ্ঞাপনটি বানিয়েছেন অমিতাভ রেজা এবং যমুনা ফ্রিজের বিজ্ঞাপন বানিয়েছেন শাওন। দুইটি কাজেই আলাদাভাবে আমি হাজির হচ্ছি। নির্মাণেও নতুনত্ব রয়েছে। এফডিসি ও বেঙ্গল স্টুডিও তে বিজ্ঞাপন দুটির শূটিং করেছি। শিগগির দুটি বিজ্ঞাপনই প্রচারে আসবে। বিজ্ঞাপন ছাড়াও নাটকে অভিনয় করছেন রাহা। এর বাইরে কিছুদিন আগে রাহা চুক্তিবদ্ধ হয়েছেন আকাশ আচার্য্য পরিচালনাধীন আসলে কেউ সুখি নয় সিনেমায়। এতে রাহার নায়ক চিত্রনায়ক সাইমন। আরও অভিনয় করবেন জায়েদ খান ও আইরিন। এছাড়া রাহা অভিনয় করবেন অভয়-দ্য সাইক্লোন নামের আরেকটি সিনেমায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন