অভি মঈনুদ্দীন ঃ দুটি নতুন বিজ্ঞাপন এবং দুটি ঈদ নাটকের শূটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন অভিনেত্রী-মডেল মিলা হোসেন। গত ২ আগস্ট স্বামী জাকারিয়া মাসুদ জিকো’সহ তিনি ঢাকায় এসেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, ঘুরাফেরা এবং শূটিংয়ে অংশ নিতেই তিনি একমাসের জন্য ঢাকায় এসেছেন। আগামী ১২, ১৩ ও ১৪ আগস্ট মিলা সুমন আনোয়ারের নিদের্শনায় একটি নাটকের শূটিং করবেন। মিলা হোসেন বলেন, ‘সবসময়ই দেশে ফিরতে এক অনাবিল আনন্দ মনের মধ্যে কাজ করে। কারণ দেশে ফিরলেই প্রিয় মুখগুলোর সঙ্গে দেখা হয়, কথা হয়, জমে উঠে আড্ডা। এরইমধ্যে কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে। এবার যে বিজ্ঞাপন ও নাটকে কাজ করবো, সেগুলো যেন ভালোভাবে শেষ করতে পারি-এটাই এখন একান্ত কাম্য। সবার সহযোগিতা নিয়ে কাজগুলো শেষ করতে চাই।’ সব কাজ শেষে এ মাসেই মিলা নিউইয়র্কে ফিরে যাবেন। মিলা বলেন, ‘নিইউয়র্কে অনেক কাজের চাপ। কাজের চাপের মধ্যেই আসলে ঢাকায় আসা। এখানকার কাজগুলো ভালোভাবে শেষ করেই তাড়াতাড়ি নিউইয়র্কে ফিরে যেতে চাই।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন