বিনোদন ডেস্ক: এটা আমার স্বপ্নের অ্যালবাম। পাঁচ বছর ধরে অ্যালবামের কাজ করেছি। এ অ্যালবামের কথা আর সুরের জন্য দেশ-বিদেশ ঘুরে বেড়িয়েছি। বেশিরভাগ সময় আমেরিকাতেই গানগুলোর কাজ করেছি। কথাগুলো বললেন সংগীতশিল্পী শুভ্রদেব। তার নতুন অ্যালবাম ককটেল আগামী ১১ আগস্ট এটি মুক্তি পাবে জিপি মিউজিকে। এর কনসেপ্ট ও বেশিরভাগ কাজ করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটি নিয়ে উচ্ছ¡াসের কমতি নেই শুভ্রর। বললেন, অ্যালবামটি নিয়ে বিশেষ অনুপ্রেরণা পেয়েছি প্রথম আমেরিকান আইডল কেলি পিকলারের ম্যানেজারের কাছ থেকে। তার নাম তেসা। তার কারণেই ভিন্ন ধরনের কিছু গান পাবেন শ্রোতারা। এতে সংগীতায়োজনে যুক্ত আছেন জেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন