বিনোদন রিপোর্ট: ঈদ বা উৎসবমুখর দিবস মানেই তাহসানের নাটক। এমন একটি প্রথা নাট্যাঙ্গনে চালু হয়ে গেছে। তাহসানও বিশেষ দিনগুলোতে একাধিক নাটকে অভিনয় করে থাকেন। গত ঈদুল ফিতরে এ গায়ক-অভিনেতাকে দেখা গেছে একাধিক নাটকে, যার বেশ কয়েকটি দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে আগামী ঈদুল আজহায় তিনি কোনো নাটকে অভিনয় করছেন না। তাহসান জানান, এবারের ঈদে কোনো নাটকেই আমাকে দেখা যাবে না। এর কারণ সময়ের অভাব। এবারের ঈদে অ্যালবাম প্রকাশ নিয়েই ব্যস্ত থাকবেন। প্রকাশিত হবে তার সপ্তম একক অ্যালবাম অভিমান আমার। অ্যালবামের রেকর্ডিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নাটকের প্রস্তাব এলেও ফিরিয়ে দিচ্ছেন। এমনকি কোনো মিক্সড অ্যালবামেও কণ্ঠ দিচ্ছেন না। অর্থাৎ তার পুরো মনোযোগ এখন অ্যালবামের দিকে। তাহসান বলেন, গত বছর এই অ্যালবাম নিয়ে জিপি মিউজিকের সঙ্গে চুক্তি হয়। এবার ঈদে সেটা প্রকাশ করছি। আমার একক অ্যালবামের প্রতি শ্রোতাদের প্রত্যাশাটা সব সময়ই বেশি থাকে। তা ছাড়া অনেকদিন বিরতি দিয়ে অ্যালবামটি করছি। তাই কোনো ছাড় দিতে চাচ্ছি না। তাহসান জানান, অভিমান আমার-এ গান থাকবে সাতটি। রেকর্ডিংয়েরই পরই গানগুলোর নাম চ‚ড়ান্ত হবে। সব গানের কথা ও সুর করেছেন তিনি নিজেই। উল্লেখ্য, এ গায়কের সর্বশেষ একক অ্যালবাম উদ্দেশ্য নেই প্রকাশিত হয় ২০১৪ সালে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন