বিনোদন ডেস্ক: শাহরুখ খানের নতুন সিনেমা যব হ্যারি মেট সেজাল মুক্তির প্রথম দিনে ১৭ কোটি টাকার উপর আয় করেছে। ধারণা করা হচ্ছে, এ আয় ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এ নিয়ে সিনেমার প্রযোজক-পরিচালকও সন্তুষ্ট। ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমাটি নিয়ে মুক্তি পাওয়ার আগেই দর্শকের প্রত্যাশা ছিল অনেক। ইমতিয়াজ আলীর ছবি মানেই বেশ অ্যাডভেঞ্চারাস। সিনেমার প্রোমো থেকে ট্রেলার, সবকিছুতেই উত্তেজনা সৃষ্টি করেছিলেন কলাকুশলীরা। তার প্রভাবও পড়েছে বক্স অফিসে। ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, যব হ্যারি মেট সেজাল মুক্তি পাওয়ার প্রথম দিনেই দর্শকদের উন্মাদনা লক্ষ্য করা গেছে। আর তাই প্রথম দিনেই ব্যবসা করে ১৭.২৫ কোটি টাকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন