বিনোদন ডেস্ক : ‘চোখে চোখ রাখলেই শুধু কথা হলোনা / হাতে হাত ধরলেই শুধু ছোঁয়া হলোনা’ এমন কথার নতুন একটি গান শ্রোতাদের উপহার দিলেন সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী। গানটি লিখেছেন তারেক ফিরোজ আর সুর এবং সঙ্গীতায়জন করেছেন রাজিব হোসাইন। সম্প্রতি ধ্রæব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় সোহেল মেহেদী’র ‘বলা হলো না ’ শিরোনামের নতুন গানটি। গানটি প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, আমার নতুন এই গানটি একেবারেই ভিন্ন ধাঁচের। আমাদের দেশে এরকম গান হয়না বললেই চলে। শ্রোতারা গানটি শুনলেই তা বুঝতে পারবেন। তারেক ফিরোজের সাবলীল শব্দের গাথুনি আর রাজীব হোসাইনের চমৎকার সঙ্গীতায়োজনে গানটি অসাধারণ হয়েছে। আশা করছি গানটি সবার ভাল লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন