শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন জুটি দিপালি ও সাজিব খান

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আশিক বন্ধু: আমার কোন টেনশন নাই নামে একটি চল”ি”ত্রে জুটি হয়ে আসছেন দিপালি আক্তার তানিয়া ও সাজিব খান। এরইমধ্যে সিনেমাটির শূটিং শেষ পর্যায়ে আছে। বশির আহমেদের নিজের লেখা উপন্যাস অবলম্বনে ও পরিচালনায় সিনেমাটির শূটিং শেষ পর্যায়ে। সামাজিক, অ্যাকশনধর্মী গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। পরিচালক বশির আহমেদ বলেন, চলচ্চিএ সবচেয়ে বড় মাধ্যম। তারমধ্যে এখন অনেক প্রতিযোগিতা। তাই নাম, গল্প এবং কাজে ভিন্নতা দেখাতে না পারলে দর্শককে সিনেমা হলে আনা যাবে না। স্টুডেন্ট থেকে শুরু করে সব শ্রেণীর সিনেমাপ্রেমীরা যেন হলে বসে সিনেমাটি উপভোগ করেন, এ ভাবনা নিয়ে সিনেমাটি নির্মান করেছি। নায়ক সাজিব খান ও নায়িকা দিপালি বলেন, সিনেমাটির গল্প খুবই চমৎকার। কাজ করে মজা পেয়েছি। পরিচালক যতœ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। পুরো ইউনিট বেশ আনন্দে কাজ করছি। আমরা আশাবাদী, অনেকদিন পর ভিন্ন ধরনের সুন্দর একটি সিনেমা দেখতে পাবেন সবাই। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- শবনম পারভিন, কাজী হায়াৎ, আফজাল শরীফ, লীনা ফেরদেীসী, সরল হাসমত, বিটলু, শামীম, শাকিল, লিজা খানম প্রমুখ। সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। কন্ঠ দিয়েছেন, এস আই টুটুল, বিপ্লব, ইমরান, কণা, খেয়া, স্বরলিপি, নোলক বাবু, মাহবুব মিনাল, স্মিতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন