শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইমন-পূর্ণিমা জুটির ঈদের নাটক পোর্ট্রটে

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ইমনকে নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক পোর্ট্রটে। রুম্মান রশীদ খান-এর লেখা, মো. মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় এবং এসএস মাল্টিমিডিয়ার প্রযোজনায় ঈদের বিশেষ নাটক পোর্ট্রটে-এ একজন চিত্রশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনারের চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। আর ইমন অভিনয় করছেন প্রবাসে বসবাসরত একজন বাঙালি লেখকের চরিত্রে। পূর্ণিমা-ইমন এর আগেও নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন। পূর্ণিমার সাথে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, খুব কম সহশিল্পীই এক সঙ্গে বন্ধু এবং অভিভাবক হতে পারেন। পূর্ণিমা তাদের একজন। অভিনয়ে পূর্ণিমা আমার চেয়েও বেশি অভিজ্ঞ। তার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়। সেই সঙ্গে কাজের সময় নির্ভারও থাকা যায়। কোনো বাড়তি চাপ নিতে হয় না। আমার মনে হয়, দর্শক আমার সঙ্গে পূর্ণিমার জুটি বেশ পছন্দ করেন। পূর্ণিমা বলেন, এ ধরনের নাটকে এবং বিশেষ করে আমার অভিনীত চরিত্রে এর আগে কখনো কাজ করা হয়নি। সে হিসেবে দর্শকদের জন্য পোর্ট্রেট নতুন ধরনের কিছু হতে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন