বিনোদন রিপোর্ট: জনপ্রিয় অভিনেতা অভিনয়ের পাশাপাশি গান ও নাটক লিখেন। তবে অভিনয়ের ব্যস্ততার কারণে তার এ লেখালেখি সবসময় হয় না। মোশাররফ বেশ কয়েক বছর আগে হ্যালো নামের একটি নাটক রচনা করেছিলেন। নাটকটি প্রচারও হয়েছিল। তারপর আর নাটক লেখেননি। অনেক দিন পর এবার ঈদ উপলক্ষে নাটক লিখলেন তিনি। খন্ড নাটক নয়, সাত পর্বের একটি ধারাবাহিক লিখেছেন। তবে তিনি একা নন, তার সঙ্গে নাটকটি পরিচালনার পাশাপাশি লিখেছেন করেছেন নির্মাতা সাজিন আহমেদ বাবু। ধারবাহিক নাটকটি নাম সারপ্রাইজ। প্রায় পুরো নাটকটিই মালয়েশিয়াতে শূটিং করা হয়েছে। নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, মালয়েশিয়াতে এসে গল্পটি আমি আর মোশাররফ ভাই যৌথভাবে লিখেছি। মোশাররফ ভাইয়ের হাতে সময় কম থাকার পরও তিনি বেশ গুছিয়ে গল্পটি লিখেছেন। এ নাটক রচনার মধ্য দিয়েই দীর্ঘদিন পর নাটক রচনা করলেন তিনি। দারুন একটি গল্প। আশা করি দর্শকদের ভালো লাগবে। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন স্ত্রী জুঁই করিম। আরও অভিনয় করেছেন নেহা, সাজ্জাদ রেজা, পারশা প্রমুখ। আগামী কোরবানীর ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন