বিনোদন ডেস্ক: মুম্বাই এখন একেবারেই সুরক্ষিত নয়; বহু মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গু এবং সোয়াইন ফ্লুতে। এবার সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলেন বলিউড সুপারস্টার আমির খান দ¤পতি। গত রোববার একটি টিভি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল এ দ¤পতির। হঠাৎ অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তারা। অনুষ্ঠানে আসছেন কিনা তা নিয়ে খোঁজ নিচ্ছিলেন চিত্র সমালোচক অনুপমা চোপড়া। তখনই তিনি জানতে পারেন আমির খান ও তার স্ত্রী কিরণ রাও অনুষ্ঠানে আসতে পারছেন না। তারা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, ভিডিও কল করে তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন আমির খান। তার আসন্ন সিনেমা নিয়ে খুবই ব্যস্ত ছিলেন আমির। আকস্মিক অসুস্থ হওয়ায় সব কাজ আপাতত বন্ধ রেখেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন