শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওমর সানির ফেসবুক হ্যাকড

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: চিত্রনায়ক ওমর সানির নিজস্ব ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। কে বা কারা হ্যাক করেছে, তা এখনো নিশ্চিত নন তিনি। ওমর সানি বলেন, ফেসবুক হ্যাকিংয়ের শিকার হলাম আমি। কে বা কারা আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে তা জানি না। আমার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি না। এমনকি প্রোফাইলেও আমার ছবি নেই। লক্ষাধিক ফলোয়ারসহ ফেসবুক আইডিটি হ্যাক হওয়ায় বেশ বেকায়াদায় পড়েছেন ওমর সানি। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় তিনি জিডি করেছেন। ওমর সানি ধারণা করছেন, আইডি হ্যাক করে বর্তমানে অন্য কেউ ব্যবহার করছেন। সানি বলেন, এই আইডি থেকে কোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট বা রাষ্ট্রীয় অবমাননানমূলক কোনো বক্তব্য দিয়ে অন্য কেউ পোস্ট দিলে আমি দায়ী থাকব না। তবে যেই আমার ফেসবুক আইডি হ্যাক করুক না কেন আমি এই কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন