বিনোদন রিপোর্ট: গত ঈদের চেয়ে আসছে কোরবানীর ঈদে বেশি নাটক-টেলিফিল্মে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। গত সপ্তাহে শেষ করেছেন এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় ‘হঠাৎ প্রেম অনেক ভালোবাসা’ নাটকের শূটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা নাঈম। পূর্ণিমা বলেন, ‘অলিক ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি চলচ্চিত্রে এবং নাটকে অভিনয় করেছি। আমার অভিনয় জীবনের অন্যতম একটি চলচ্চিত্র হৃদয়ের কথা। তিনিই এর পরিচালক। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা বেশ চমৎকার। বেশ যতœ নিয়ে কাজ করেন তিনি। নাঈমের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। নাঈম বর্তমান সময়ের একজন ভালো অভিনেতা।’ নাঈম বলেন, ‘গল্পটা দারুণ। তাছাড়া পূর্ণিমা একজন জাদুকরী অভিনেত্রী। আমি তার সঙ্গে অভিনয়ের প্রতিটি মুহুর্তেই মুগ্ধ হয়েছি। তার সবকিছুর মধ্যে এক অদ্ভূত ভালো লাগা খুঁজে পেয়েছি যা আমার অভিনয়কে জাগ্রত করতে উদ্বুদ্ধ করেছে। এমন একজন শিল্পীর পাশাপাশি চলতে পারার মধ্যে আনন্দ আছে। আমি সেই আনন্দ পেয়েছি।’ আসছে ঈদে এশিয়ান টিভিতে ঈদের তৃতীয় দিন রাত আটটায় ‘হঠাৎ প্রেম অনেক ভালোবাসা’ নাটকটি প্রচার হবে। এদিকে পূর্ণিমা শেষ করেছেন মাকসুদুর রহমান বিশোলের নির্দেশনায় পোর্ট্রটে’ নামের একটি টেলিফিল্মের কাজ। এছাড়া মুশফিকুর রহমান গুলজার, তানিয়া আহমেদ, সাখাওয়াতের নির্দেশনাতেও তিনি ঈদের বিশেষ নাটক টেলিফিল্মে কাজ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন