শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে সালমান খান

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: রেস সিনেমার তিন নম্বর সিক্যুয়ালে অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। ইন্ডিয়া টুডে সূত্রমতে, তৃতীয় এ সিরিজটির আগের দুই পর্বে এই চরিত্রে দেখা গেছে সাইফ আলী খানকে। এবার সাইফের পরিবর্তে সালমানকেই বেছে নিয়েছেন পরিচালক। রেস থ্রি এর চিত্রনাট্য পড়ে তাতে অভিনয় করার ব্যাপারে আগ্রহ প্রকাশ জানিয়েছেন সালমান। সবকিছু ঠিক থাকলে শিগগিরই চুক্তিপত্রে সই করবেন তিনি। সিনেমাটি হবে সালমান অভিনীত সা¤প্রতিক সিনেমাগুলোর চেয়ে আলাদা। এ সিনেমার মাধ্যমে প্রায় চার বছর পর কোনো শহুরে যুবকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ২০১২ সালে কিক সিনেমা শেষবারের মতো এমন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। এছাড়া থাকছে নতুন চমক। এবারই প্রথম সালমানকে দেখা যাবে কোনো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে। এর আগে সালমানের সমসাময়িক অনেক অভিনেতাকেই খল বা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সালমানের জন্য খলনায়কের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা হবে এটাই প্রথম। উল্লেখ্য, শাহরুখ খান ডর, বাজিগর ও আনজাম সিনেমায় খলচরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। আমির খানও ধুম থ্রি-তে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এখন দেখার পালা সালমান নেতিবাচক চরিত্রে কেমন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নাজিম ৯ আগস্ট, ২০১৭, ২:৩৫ এএম says : 0
ভালোই হবে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন