বিনোদন রিপোর্ট: এবার মিউজিক ভিডির মডেল হলেন চিত্রনায়িকা পপি। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের গাওয়া সাদা আর লাল শিরোনামের একটি গানে মডেল হলেন তিনি। এখানে আসিফকে দেখা যাবে ষাটের দশকের হিরোদের স্টাইলে। আর পপিকে দেখা যাবে চিত্রনায়িকা হিসেবেই। গানটি লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। গানটির সুর-সঙ্গীত পরিচালনা করেছেন অটামনাল মুন। গত সোমবার গানটির শূটিং হয় এফডিসিতে। আসিফ বলেন, এটি আগস্টের ১১ তারিখে জিপি মিউজিক ও বায়োস্কোপে আসবে। আর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ১৭ তারিখ। প্রযোজনা করছে গানচিল। তিনি বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী পপি। তিনি আমার গানে আমার মডেল হয়েছেন। এটা অনেক আনন্দের। আশা করছি, গানের ভিডিওতে মন ভরবে সবার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন