শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অসত্য অপবাদ দিয়ে কাজী হায়াতের পদত্যাগ!

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: গত বৃহ¯পতিবার পরিচালক সমিতিতে লিখিতভাবে সদস্যপদ প্রত্যাহারের চিঠি দেন চিত্রপরিচালক কাজী হায়াৎ। চিঠিতে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ছবি নির্মাণ করছেন না তিনি। নতুন করে ছবি নির্মাণের ইচ্ছাও ছিল না। প্রিয় একজন প্রযোজকের চাপে তিনি একটি নতুন ছবি বানাতে চাইছিলেন। পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী নতুন ছবির নাম নিবন্ধনের জন্য আবেদনও করেছিলেন। কিন্তু সমিতি তার ছবির নাম নিবন্ধনের ব্যাপারে টালবাহানা করেছে। এ বিষয়টি তাকে লজ্জিত ও ব্যথিত করেছে। বাধ্য হয়ে তিনি এ সমিতি থেকে সরে দাঁড়ালেন। কাজী হায়াতের লিখিত এমন বক্তব্যকে ভিত্তিহীন ও নিন্দা জানিয়ে গত রোববার সমিতির মহাসচিব স্বাক্ষরিত একটি লিখিত বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে পরিচালক সমিতি জানতে পেরেছে যে, চিত্রপরিচালক কাজী হায়াৎ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর একটি ছবির নাম অন্তর্ভুক্তি সত্তে¡ও তাকে তা দেয়া হয়নি। এই মনোকষ্টে সমিতির সদস্যপদ প্রত্যাহার করেছেন। আমরা ¯পষ্ট করে বলতে চাই, গত কয়েক মাসের মধ্যে কাজী হায়াৎ সমিতি বরাবর কোনো নতুন চলচ্চিত্রের নাম অন্তর্ভুক্ত করেননি। তিনি তা না করেই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করলেও তিনি কোনো ছবির নাম উল্লেখ করেননি। এতেই প্রমাণ হয় যে তিনি কোনো ছবির নাম অন্তর্ভুক্তির আবেদন করেননি। বিবৃতিতে বলা হয়, কাজী হায়াৎ পরিচালক সমিতির সাধারণ সদস্য নন, তাকে আজীবন সদস্য প্রদান করা হয়েছে। এর সব সুযোগ তিনি ভোগ করছেন। তার এমন অসত্য বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। এদিকে পরিচালক সমিতির অনেকেই কাজী হায়াতের এমন অসত্য বক্তব্যে অবাক হয়েছেন। তারা বলছেন, তার মতো একজন সিনিয়র পরিচালক সিনেমার কোনো নাম অন্তর্ভুক্ত না করেই কী করে এমন বক্তব্য দিয়ে পদত্যাগ করেন? তার এ ধরনের নাটক করা শুধু তার জন্যই সম্মানহানিকর নয়, চলচ্চিত্রেরও বদনাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শাজু ৯ আগস্ট, ২০১৭, ২:১৯ পিএম says : 0
আমি বলতে চাই কাজী হায়াৎ অনেক সম্মানিত বিক্তি তার বেপারে কিছু বলতে গেলে বুঝে সুনে বলতে অনি কেন মিথ্যা কথা বলতে যাবে ?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন