বিনোদন ডেস্ক: হলিউডে মুক্তি পাওয়া ওয়ান্ডার ওম্যান সিনেমাটি দেখলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। সিনেমাটি গত ২ জুন মুক্তি পায়। মুক্তির পরপর এ দম্পতি সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন। সে কারণে আলামো ড্রাফটহাউজ সিনেমা হল কর্তৃপক্ষ এই আয়োজন করেন। ক্লিনটন দ¤পতির ছবি টুইট করে শেয়ার করা হয় এই খবর। ওয়ান্ডার ওম্যান নারী সুপারহিরো কেন্দ্রিক। মুক্তির পরপর সিনেমাটির সাফল্য ছাড়িয়ে যায় আগের অনেক সিনেমার সাফল্যকে। উইলিয়াম মুলটন মার্সটনের কাহিনির ওপর নির্ভর করে তৈরি হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন প্যাটি জেনকিনস। নাম ভ‚মিকায় অভিনয় করেছেন ইসরাইলের তারকা গ্যাল গ্যাদত। আরও অভিনয় করেছেন ত্রিস পাইন, কনি নিলসেন, রবিন রাইট প্রমুখ। সিনেমাটির ব্যাপক সাফল্যের পর সিক্যুয়াল তৈরির উদ্যেগ নেয়া হয়েছে। সিক্যুয়ালটি মুক্তি দেয়া হবে ২০১৯ সালে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন