বিনোদন ডেস্ক: লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হলো এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী লোপা হোসেইন এর আধুনিক গানের অ্যালবাম ‘আত্মা-সঙ্গী’। অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মফিজুর রহমান, উপস্থাপক আনজাম মাসুদ, কন্ঠশিল্পী আসিফ আকবর, মুহিন, সাব্বির, নওরিন, অয়ন চাকলাদার, সঙ্গীত পরিচালক সাজিদ সরকার, জে. কে মজলিশ, তাহসিন আহমেদ, গীতিকবি সীরাজুম মুনির, রবিউল ইসলাম জীবন, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী স্বকন্ঠে সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন। উল্লেখ্য, লোপা হোসেইন এর এটি তৃতীয় একক অ্যালবাম। অ্যালবামটিতে সহশিল্পী হিসেবে একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। গীতিকবি সীরাজুম মুনির এর কথা ও সুরে অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন জে. কে মজলিশ, সাজিদ সরকার ও তাহসিন আহমেদ। অ্যালবামটিতে মোট ৫ টি গান রয়েছে। লোপা বলেন, অনেকদিন পর আমার এই অ্যালবামটি অনেক যতœ সহকারে করেছি এবং মেলোডি ও রোমান্টিক ধাঁচের গানগুলো আশা করি সব ধরনের শ্রোতাদের ভাল লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন