বিনোদন ডেস্ক: আজ রাত ৯টায় প্রচার হবে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ির সামনে ধারণ করা ইত্যাদির একটি বিশেষ পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০১০ সালের ১২ জুন জমিদার বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠানটি ধারণ করা হয়। উল্লেখ্য, দেশে খুঁজে পাওয়া জমিদার বাড়িগুলোর মধ্যে বালিয়াটিই আয়তনের দিক থেকে সবচাইতে বড়। বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে ছিল কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতামূলক ও শিক্ষামূলক প্রতিবেদন। বগুড়া জেলার কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেলের উপর ছিল একটি মানবিক প্রতিবেদন। যারা বংশানুক্রমে তাদের ব্যবসার আয়ের একটা অংশ দরিদ্র ও দুস্থ মানুষদের জন্য ব্যয় করে আসছেন। রয়েছে মুন্সিগঞ্জের সাত্রাপাড়া গ্রামের মোঃ রহমতউল্লাহ খান আনোয়ারের উপর প্রতিবেদন। যিনি তার বাড়ীর ব্যবহার্য প্রায় প্রতিটি জিনিষই নিজে নকশা করে নিজের হাতেই বানিয়েছেন। শিক্ষা গ্রহণের জন্যে কোন বয়সসীমা নেই। যেকোন বয়সেই যে শিক্ষা গ্রহণ করা যায়, চাঁপাইনবাবগঞ্জের তেমনি একটি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে এবারের অনুষ্ঠানে। বগুড়ার ধুনটের প্রতিবন্ধী যুবক কফিলউদ্দিনের উপর রয়েছে একটি মর্মস্পর্শী প্রতিবেদন। বিদেশী প্রতিবেদন করা হয়েছে অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাবদের আবাসস্থল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে। অনুষ্ঠানে মোহাম্মদ রফিকউজ্জামানের কথা ও আলী আকবর রূপুর সুরে গান পরিবেশন করেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এ অনুষ্ঠানে সংকলিত হয়েছে মোঃ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, এ্যান্ড্রু কিশোর ও কুমার বিশ্বজিৎ পরিবেশিত একটি দেশের গান। গানটির চিত্রায়ন করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। এই গানটিও লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু। ইত্যাদির এই পর্বে দর্শক বাছাই করা হয়েছে আমন্ত্রিত দর্শকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে। রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন