শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অপহরণকারীদের কবলে বৃটিশ মডেল ক্লোয়ি

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: হলিউড-বলিউডের অনেক মডেল ও অভিনেত্রীরা খারাপ সঙ্গে পড়ে বিপাকে পড়েছেন নানা সময়। কিন্তু ব্রিটিশ এই মডেল যে যৌনপল্লীতে বিক্রি হতে যাচ্ছেন, সে স¤পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না তার। এমন ঘটনা স¤প্রতি ঘটেছে ইটালির মিলানে। প্যারিস থেকে ইটালি নিয়ে যাওয়া হচ্ছিল ব্রিটিশ মডেল ক্লোয়ি আইলিংকে। ফটোশুটের জন্য একটি দলের সঙ্গে চুক্তি করে যাচ্ছিলেন তিনি। তাকে যে অপহরণ করে যৌনপল্লীতে বিক্রি করার ছক কষা হয়েছে তা ঘুর্নাক্ষরেও টের পাননি এই মডেল। কোনরকমে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পান তিনি। ২০ বছর বয়সী ক্লোয়ি জানিয়েছেন, তাকে ফটোশুটের জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তিনি দেখেন গন্তব্যের পরিবর্তে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। অপহরণকারীরা নিয়ে যায় এক অজানা এলাকায়। সেখানে নগ্ন ছবি তোলার জন্য তাকে জোর করা হয়। তিনি রাজি না হওয়ার কারণে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়। তবে অপহরণকারীরা যখন জানতে পারে, ক্লোয়ি এক সন্তানের মা, তখন তাকে ছেড়ে দেয়। এদিকে অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর নিরাপদে বাড়ি ফিরেছেন ক্লোয়ি। তিনি জানান, একেকটা দিন, ঘণ্টা, মুহূর্ত তিনি আতঙ্কে কাটিয়েছেন। এখনও ভয় পুরোপুরি কাটেনি। প্রতি মুহূর্তে ভয়াবহ অভিজ্ঞতার কথা মাথায় আসছে। ঘটনাটির তদন্তে নেমে অপরহণকারী সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে ইটালি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন