বিনোদন ডেস্ক: কাজল ও করণ জোহরের মধ্যকার বন্ধুত্বের সম্পর্কে বেশ কিছুদিন ধরেই ফাটল ধরেছে। একজন আরেকজনের সঙ্গে কথা বলা দূরে থাক, মুখ দেখাদেখিও বন্ধ করে দেন। অবশেষে তাদের এ ঝগড়ার ইতি ঘটার আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রামে করণের যমজ সন্তান যশ ও রুহির ছবিতে কাজল লাইক দেয়ায় তাদের মধ্যে মিটমাট হয়ে যাওয়ার অনুমান ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ছবি শেয়ারিংয়ের এই প্ল্যাটফর্মে কাজলকে ফলো করেন করণ। ফিল্মফেয়ারের এক প্রতিবেদন অনুযায়ী, করণের সঙ্গে ঝগড়ার ইতি টানার সিদ্ধান্তটা কাজলের পক্ষ থেকেই আগে এসেছে। ম্যাগাজিনটির ওয়েবসাইটের দাবি, গত সপ্তাহে ঘরোয়া পার্টিতে করণকে নিমন্ত্রণ করেন কাজল। মূলত তখনই তাদের মধ্যে মিটমাট হয়ে যায়। জানা গেছে, কাজলের নিমন্ত্রণ রক্ষা করে পার্টিতে গিয়েছিলেন ৪৫ বছর বয়সী করণ জোহর। সেখানে দূরত্বকে পাশ কাটিয়ে বন্ধুর মতো তারা একে অপরকে জড়িয়ে ধরেন। এরপরই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, গত দিওয়ালিতে কাজলের স্বামী অজয় দেবগন পরিচালিত ও অভিনীত ‘শিবায়’ সিনেমার সঙ্গে অ্যায় দিল হ্যায় মুশকিল মুক্তি দেন করণ জোহর। বক্স অফিসে লড়াইয়ে নামায় তাদের বন্ধুত্বে ফাটল ধরে। এরপর তাদের মনোমালিন্যকে কেন্দ্র করে খবর প্রকাশিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন