বিনোদন ডেস্ক: আয়নাবাজি সিনেমার চিত্রগ্রাহক রাশেদ জামান সম্প্রতি বিড়ালপাখির মজমার চৌদ্দতম আসরে তরুণ নির্মাতাদের সঙ্গে আড্ডা দেন ‘ইমেজ ও প্রিপ্রডাকশন’ নিয়ে। জাতীয় জাদুঘর সিনেপ্লেক্সে বিড়ালপাখি সিনে ক্লাবের মাসিক আয়োজনের এ আসরে আরও উপস্থিত ছিলেন জার্মানপ্রবাসী নির্মাতা শাহীন দিল-রিয়াজ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। দুই ঘণ্টার বক্তব্যে রাশেদ জামান ইন্ডাস্ট্রিতে তার কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, অর্থবহ ইমেজ নির্মাণে পরিচালক ও সিনেমাটোগ্রাফারের মধ্যে গভীর বোঝাপড়া জরুরি। মাঠে নামার আগে তরুণদের যথাযথ প্রস্তুতি ও প্যাশন থাকার ব্যাপারে জোর দেন তিনি। চিত্রগ্রহণের খুটিনাটি বিষয় তুলে ধরে রাশেদ বলেন, ইমেজ নির্মাণে আইডিয়াটাই গুরুত্বপূর্ণ কথা, দামি ক্যামেরা বা বাজেট কখনও বাধা নয়। রাশেদ জামান বিশ্বখ্যাত কিছু চিত্রগ্রাহকের কাজের নমুনা ও কাজের পদ্ধতি তুলে ধরেন। সময়ানুবর্তিতার উপর জোর দেন তিনি। স্থাপত্যকলার সঙ্গে সিনেমাটোগ্রাফির একটা ইন্টারডিসিপ্লিনারি স¤পর্ক তুলে ধরেন। এছাড়া মজমায় অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বে দেশীয় ইন্ডাস্ট্রির মিথ ও বাস্তবতার তুলনা করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিড়ালপাখি সিনে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইশতিয়াক জিকো। উল্লেখ্য, বিড়ালপাখি সিনে ক্লাব তরুণ নির্মাণ-শ্রমিকদের সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে ২০১৬ সালের এপ্রিলে। নিয়মিত মজমা, পাঠচক্র ও কর্মশালার মাধ্যমে ইন্ডাস্ট্রির সঙ্গে স্বাধীনধারার নির্মাতাদের মধ্যে যোগাযোগ তৈরির চেষ্টা করে যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন