বিনোদন ডেস্ক: সম্প্রতি নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। গানটির শিরোনাম ‘জলরঙ’। গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী বাশার। ‘জলরঙে এঁেকছি দেখো, মিথ্যে এক ছবি/ সুখ ভাসে নোনা জলে, ভুলেছো কেন তুমি’- এরকম কথায় গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। এর আগে রেজাউর রহমান রিজভীর লেখা গানে ন্যান্সি কণ্ঠ দিলেও খায়রুল বাশার ও সজীব দাসের সঙ্গে এটাই তার প্রথম কাজ। ন্যান্সি বলেন, ‘জলরঙ’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আর সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান করলাম। আশা করি, শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে। বাশার জানান, আসন্ন ঈদুল আযহায় ‘জলরঙ’ গানটির ভিডিও প্রকাশের পরিকল্পনা নেয়া হয়েছে। আর এই গানটি তার একক অ্যালবাম ‘জলরঙ’-এর টাইটেল সঙ হিসেবে থাকবে। অ্যালবামের অন্য দুটি গানেরও সুর-সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। চলতি বছরের শেষে অ্যালবামটি প্রকাশ পাবে বলে বাশার জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন