শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কোনো উদ্যোগে আমি হার মানিনি-মিথিলা

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: তাহসানের সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত ছিলেন অভিনেত্রী মিথিলা। স¤প্রতি ফিরেছেন নাটকে, পাশাপাশি রয়েছে পেশাগত ব্যস্ততা। তার এ ব্যস্ততা জানা গেল ফেসবুকে। স¤প্রতি রাজধানীর ইসমাইলি জামাতখানা অ্যান্ড সেন্টারে মিথিলা অংশ নিয়েছেন আইপিডিসি ক্যারিয়ার ক্যা¤প ২০১৭-এ। সেখানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের হেড হিসেবে নিয়োজিত আছেন মিথিলা। তিনি বলেন, দায়িত্বপূর্ণ জীবনে সবকিছুতেই ব্যালেন্স রাখা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তবুও আমি হার মানিনি, আমার কোন উদ্যোগেই। পড়াশোনায় মন দিয়েছি, মন দিয়েছি কাজেও। জীবন যেমন চাই, তেমন হয়তো পাই না। তবে হার না মেনে আঁকড়ে ধরে রাখতে হবে নিজের লক্ষ্য। ফেসবুকে ওই ক্যা¤েপর দুটি ছবি শেয়ার করেন মিথিলা। জানান, জীবনকে ইতিবাচকভাবে নেয়ার কথা। তার মতে, সামনে যতই বাধা আসুক বা যতই কঠিন হোক সামলে নেওয়া কোনো ব্যাপার না। মানিয়ে নিতে হবে এবং নেতিবাচকতা ও হতাশাকে দূরে সরিয়ে দিতে হবে। জীবন হলো আশীর্বাদ। তাই নেতিবাচকতা ও অন্যায়ের প্রতিক্রিয়ায় হাল ছেড়ে দেয়া ঠিক নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Laboni ১১ আগস্ট, ২০১৭, ৮:৫৯ এএম says : 0
we all are wise your success
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন