বিনোদন ডেস্ক: চিত্রনায়ক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও মুশফিকুর রহমান গুলজারের সিনেমা হলে না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের উপর হামলার বিচার না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। চলচ্চিত্র প্রদর্শক সমিতি আয়োজিত সাধারণ সভায় জানানো হয়, হল মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদের ওপর হামলার বিচার না হওয়ায় চিত্রনায়ক জায়েদ খান, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও মুশফিকুর রহমান গুলজারের কোনো ছবি বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শিত হবে না। ইফতেখার আহমেদ নওশাদ বলেন, যদি এই হামলার বিচার না হয়, তাহলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সারাদেশে সিনেমা হল বন্ধ করে দেয়া হবে। সিনেমা হলে কোনো প্রকার চলচ্চিত্র প্রদর্শিত হবে না। তিনি বলেন, আমাকে হামলায় উস্কানি দেয়ার জন্য গুলজার, জায়েদকে আমাদের সমিতির পক্ষ থেকে বয়কট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর খোকন আমাকে নিজেই হামলা করে যেটার ভিডিও ফুটেজ আছে। উল্লেখ্য, এর আগে চিত্রনায়ক রিয়াজ, মিশা সওদাগর ও প্রযোজক খোরশেদ আলম খসরুর সিনেমা চালাবে না বলে প্রদর্শক সমিতি সিদ্ধান্ত নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন