শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গডজিলা চরিত্রে অভিনয়কারী অভিনেতার মৃত্যু

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


বিনেদান ডেস্ক: হলিউডের সবচেয়ে ভীতিকর ও আলোচিত দানব চরিত্র গডজিলাতে অভিনয় করা অভিনেতা মারা গেছেন। হারু নাকাজিমা নামে এই অভিনেতা ১২টি ছবিতে গডজিলার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া জনপ্রিয় কিংকং ছবিতেও অভিনয় করেছিলেন। গত সোমবার মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিবিসির খবরে জানা যায় নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে এই বর্ষীয়ান অভিনেতা মারা যান। একবার একটি সাক্ষাতকারে এই অভিনেতা জানিয়েছিলেন ১৯৫৪ সালে নির্মিত গডজিলার জন্য তাকে ১০০ কেজি ওজনের কস্টিউম পড়তে হয়েছিল। আর চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য টোকিও চিড়িয়াখানাতে বিভিন্ন জীবজন্তু নিয়ে গবেষণা করেছিলেন। পরবর্তীতে গডজিলা সিরিজের বারটি ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়। গডজিলা সিরিজে অভিনয়সহ রোডান, মোথরা ও কিং কং চরিত্রেও অভিনয় করেছেন নাকাজিমা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন