বিনোদন ডেস্ক: অ্যাঞ্জেলিনা জোলিকে জীবনসঙ্গী হিসেবে ফিরে পেতে মদ্যপান ছেড়ে দিয়েছেন ব্র্যাড পিট। তাদের বিবাহ বিচ্ছেদও স¤পন্ন হচ্ছে না। প্রায় এক দশক ধরে প্রেম, তারপর দুবছরের বিবাহিত জীবন। কিন্তু সব কিছুতে ইতি টেনে ২০১৬-র সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন হলিউডের এ জুটি। অবশেষে নিজের কিছু বদভ্যাস বদলে ফের অ্যাঞ্জেলিনাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চলেছেন ব্র্যাড। ব্র্যাডের নেশা করার তাদের স¤পর্ক এক সময় বিষিয়ে ওঠে। তারপর ছেলে ম্যাডক্সের সঙ্গে ইউরোপ সফর থেকে ফেরার সময় কিছু কথা কাটাকাটি হয়। এমনকি সেই কথা কাটাকাটি মারধর পর্যন্ত গড়ায়। এরপরই অ্যাঞ্জেলিনা সিদ্ধান্ত নেন বিচ্ছেদের। গত জানুয়ারিতে হলিউডের এ জুটি একজন ব্যক্তিগত বিচারক নিয়োগ করেন, তাদের বিচ্ছেদ প্রক্রিয়া স¤পন্ন করার জন্য। তবে ছয় সন্তানকে নিয়ে নিজেদের প্রাসাদের মতো বাড়ি থেকে অ্যাঞ্জেলিনা বেরিয়ে আসতে পারলেও ব্র্যাডকে মন থেকে সরাতে পারেননি। এদিকে ব্র্যাডও জোলিকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেন। অবশেষে দুজনেই সমঝোতার কথা ভাবছেন। বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুপক্ষই এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন