বিনোদন ডেস্ক: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। মুম্বাইয়ের হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়। প্রবীণ অভিনেতাকে বাসায় নিয়ে আসার জন্য হাসপাতালে গিয়েছিলেন তার স্ত্রী সায়রাবানু-সহ একাধিক আত্মীয়। বলিউড তারকাকে দেখতে হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন তার অসংখ্য ভক্ত। তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার খবর জানিয়েছেন সায়রাবানু। ৯৪ বছরের এই অভিনেতা গত এক সপ্তাহ ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২ আগস্ট ডিহাইড্রেশন এবং ইউরিনারি র্ট্যাক্টে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হন অভিনেতা। মেডিকেল টিম গঠন করে চিকিৎসা করা হয় তার। বুধবার বিকেল ৪টার দিকে তাকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়। বাড়ি ফিরে যান অভিনেতা। গত বছরের ডিসেম্বরেও জ্বর ও পা ফোলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়ি ফেরায় নিশ্চিন্ত হয়েছেন দিলীপ কুমারের পরিবার ও ভক্তরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন