শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিজ্ঞাপনে জুটি হলেন ইমন ও নাদিয়া

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সৈয়দ আপন আহসানের নির্দেশনায় প্রথমবারের মতো বিজ্ঞাপনে জুটি হয়ে কাজ করলেন ইমন ও নাদিয়া খান। ‘আইএফআইসি ব্যাংক’র হোম লোন’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারা। গত সপ্তাহে সাভারের মমতাপল্লী এবং উত্তরার একটি শূটিং হাউজে বিজ্ঞাপনটির শূটিং হয়। আগামী ঈদের আগে বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ইমন বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুর দিকে আপন ভাইয়ার নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করেছিলাম। তার নির্দেশনায় তিন/চারটি বিজ্ঞাপনে কাজ করেছি। একজন নির্মাতা যখন ভালোবাসা, আদর দিয়ে কাজ আদায় করার চেষ্টা করেন, তখন শিল্পীরও সর্বোচ্চ চেষ্টা থাকে কাজটি আন্তরিকতা দিয়ে শেষ করার। আপন ভাই নির্মাতা হিসেবে যেমন অসাধারণ, মানুষ হিসেবেও অনেক অমায়িক। তার নির্দেশনায় নতুন বিজ্ঞাপনটিতে কাজ করে আমি খুবই খুশি। নাদিয়া খান বলেন, ‘আপন ভাইয়ার নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। বিশাল সেট-এ বিশাল আয়োজনের মধ্যদিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। চমৎকার একটি ইউনিটের সাথে কাজ করেছি। ইমন ভাই যথেষ্ট আন্তরিক ছিলেন।’ এদিকে ইমন ও নাদিয়া খান কচি খন্দকারের নির্দেশনায় ‘সিনেমা হল’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। ইমন মাহমুদ দিদারের নির্দেশনায় বান্দরবানে শূটিং শুরু করেছেন ‘না জাগতিক না পুরান’ টেলিফিল্মের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md. Helal Uddin ১৩ আগস্ট, ২০১৭, ৫:৫৫ পিএম says : 0
I am So Pleased to read this news in this site
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন