শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সোনাবন্ধু সিনেমার প্রিমিয়ার শো

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: গত বৃহস্পতিবার বিএফডিসির ৮ নং ফ্লোরে অনুষ্ঠিত হলো জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত সোনাবন্ধু সিনেমার জমকালো প্রিমিয়ার শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাবন্ধু সিনেমার মূল চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক ডি এ তায়েব। তার বিপরীতে অভিনয় করা দুই চিত্রনায়িকা পপি ও পরিমনি। প্রধান অতিথি ছিলেন ড.মাহফুজুর রহমান চেয়ারম্যান এটিএন বাংলা ও এটিএন নিউজ), প্রধান বক্তা হিসেবে ছিলেন আকবর হোসেন পাঠান ফারক (চিত্রনায়ক), সভাপত্বিত করেন হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম) ডিআইজি বাংলাদেশ পুলিশ। এছাড়া চলচ্চিত্রের নেতৃবৃন্দ ও কলাকুশলীরা। শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে ড.মাহফুজুর রহমান বলেন, চিত্রনায়িকা পপি এবং ডিএ তায়েবের অনবদ্য অভিনয়ে আমি সত্যিই মুগ্ধ। চিত্রনায়ক ফারুক বলেন, আমার সবচেয়ে আলোচিত ছবি সুজন সখী’র মত আরেকটি সুজন সখী এবারের ঈদে আমরা দেখতে পাবো বলে আশা করছি। মিশা সওদাগর বলেন, সোনাবন্ধু সুন্দর গ্রাম বাংলার প্রাণের সিনেমা। আমার মনে হচ্ছে, এই বাংলায় আরেকটি বেদের মেয়ে জোসনা হতে যাচ্ছে। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, এত ভালো সিনেমা এ সময়ে দেখিনি। আশা করি খুব ব্যবসা সফল সিনেমা হবে সোনাবন্ধু। চিত্রনায়িকা পপি ও পরীমনি তাদের শুভেচ্ছা বক্তবে বলেন- এবারের ঈদুল আযাহায় বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হবে সোনাবন্ধু। আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন। সোনাবন্ধুর সঙ্গীত পরিচালনা করেন ইমন সাহা, তানভীর তারেক। গীতিকার মান্নান মোহাম্মদ ও পীযুষ সেন বেনু। কন্ঠ দিয়েছেন, বারী সিদ্দিক, সালমা, সামিহা, মারিয়া সিমু, শিরিন দেওয়ান। প্রিমিয়ার শো’টি উপস্থাপনার দায়িত্বে ছিলেন এএসপি, অভিনেতা মাকফুবুর রহমান সুইট। তার সঙ্গে ছিলেন ইসরাত পায়েল, অনন্যা অনু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন