অভি মঈনুদ্দীন ঃ আসছে ঈদে বেশ কয়েকটি নাটক-টেলিফিল্মে অভিনয় করার পাশাপাশি দুটি টেলিফিল্ম ও একটি নাটক নির্মাণ করছেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। এরইমধ্যে তিনি দুটি টেলিফিল্মের শূটিং শেষ করেছেন। আগামী ১৯ ও ২০ আগস্ট আরেকটি নাটকের কাজ শেষ করবেন। টেলিফিল্মের দুটি হচ্ছে ‘মেঘের আড়ালে মেঘ’ এবং ‘প্রতিপক্ষ’। দুটি টেলিফিল্মের রচয়িতা তিনি। ‘মেঘের আড়ালে মেঘ’ টেলিফিল্মে অভিনয় করেছেন শম্পা রেজা, তৌকীর আহমেদ, তারিন ও রওনক। ‘প্রতিপক্ষ’ টেলিফিল্মে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মৌসুমী নাগ, রাজীব সালেহীন ও ভাবনা। যে নাটকটি নির্মাণ করতে যাচ্ছেন তার নাম ‘দাম্পত্য’। এতে অভিনয় করবেন সাবেরী আলম, মারিয়া নূর ও সিয়াম। ‘মেঘের আড়ালে মেঘ’ ঈদে প্রচার হবে এনটিভিতে, ‘প্রতিপক্ষ’ প্রচার হবে চ্যানেল আইতে। এদিকে তৌকীর আহমেদ তার নির্দেশিত নতুন চলচ্চিত্র ‘হালদা’র কাজ প্রায় শেষ করেছেন। আগামী ঈদের পরপরই তিনি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেবেন। তৌকীর আহমেদ বলেন, ‘কারো কাছ থেকে ভালো স্ক্রিপ্ট পাওয়া এই সময়ে খুব কঠিন। যে কারণে নিজেই সময় নিয়ে তিনটি ভালো স্ক্রিপ্ট লিখেছি। চেষ্টা করেছি নিজের মনের মতো কিছু কাজ করার। আশা করি, দর্শকের ভালো লাগবে। অন্যদিকে হালদা চলচ্চিত্রটি আমি গল্পের চাহিদা অনুযায়ী নির্মাণ করার চেষ্টা করেছি। হালদা চলচ্চিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে নদী মাতৃক বাংলাদেশকে। হালদা সাধারণ মানুষের গল্পের চলচ্চিত্র। তাই আমি মনে করি, চলচ্চিত্রটি যারা দেখতে হলে যাবেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে।’ তৌকীর আহমেদ সর্বশেষ ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। এদিকে আগামী ঈদে তৌকীর আহমেদকে পাঁচটি নাটক টেলিফিল্মে অভিনয়ে দেখা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন