শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মধুবালা চরিত্রে কারিণা খান কাপুর

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতের গুণী অভিনেত্রী মধুবালার বায়োপিকে অভিনয়ের জন্য কারিনা কাপুর খানকেই পারফেক্ট মনে করছেন তার পরিবার। তেমনটি বললেন, মধুবালার ছোট বোন মাধুর। তিনি বলেন, ভারতীয় চলচ্চিত্র জগতের সকল শিল্পী অনেক গুণী। আর তাদের মধ্যে কারিনা কাপুর খানের সাথে মধুবালার অনেক কিছুতেই মিল রয়েছে। কারিনার যব উই মেট ছবি দেখে নাকি তার মনে হয়েছে কারিনা, মধুবালাকে ফুটিয়ে তোলার জন্য একদম পারফেক্ট। বাস্তব জীবনে নাকি এমন চঞ্চল আর উচ্ছ¡ল ছিলেন মধুবালা। প্রথমদিকে মাধুরী দীক্ষিতকে মনে হলেও, এখন মনে হচ্ছে মধুবালাকে ফুটিয়ে তুলতে কারিনা পারফেক্ট। উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্র জগতে প্রায় ২০ বছর (১৯৪২-৬২) ধরে একচেটিয়া দাপুটের সাথে অভিনয় করেছেন মধুবালা। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে মহল, নীলকমল, মিস্টার এন্ড মিসেস, ফিফটি ফাইভ, দুলারী, চলতি কা নাম গাড়িসহ আরও অনেক ছবি। তার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র মুঘল-ই-আজম। ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেত্রী। কিন্তু মাত্র ৩৬ বছর বয়সে ১৯৬৯ সালে তিনি মারা যান। বর্তমানে তার মোমের মূর্তি স্থাপন করা হচ্ছে মাদাম তুসোর দিল্লী জাদুঘরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন