শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সালমান শাহকে নিয়ে আরিফিন শুভর ঈদ অনুষ্ঠান

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের লাখো কোটি ভক্তের মধ্যে এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ একজন। আরিফিন শুভ বলেন, যারা সালমান শাহকে চিনতেন, সালমান শাহের সঙ্গে কাজ করেছিলেন, সেসব মানুষদের আমি অন্য চোখে দেখি। মনে পড়ে, আমি যখন বিএফডিসি’তে প্রথম কাজ করতে যাই, তিন নম্বর ফ্লোরের প্রতিটি দেয়াল আমি ছুঁয়ে দেখছিলাম। অদ্ভুত এক ভাবনায় আন্দোলিত হচ্ছিলাম। বার বার মনে হচ্ছিল, এখানে সালমান শাহ শুটিং করেছেন। আমাকে দু-একজন পাগল ভাবতে পারেন, এটা ভেবে ফ্লোর ছেড়ে বাথরুমে যাই। শুনতে হাস্যকর এবং বিস্ময়কর লাগলেও এটি সত্যি, আমি বাথরুমের বেসিন, পানির কল ধরে ধরে দেখছিলাম। মনে মনে ভাবছিলাম, এখানে সালমান শাহের স্পর্শ পড়েছে। পরক্ষণেই ভেবেছি, বেসিনটি হয়তো নতুন। এই বেসিনে সালমান শাহের হাত পড়েনি। বাথরুমের দেয়ালে স্পর্শ পড়তে পারে। এরপর আমি বাথরুমের টাইলস ধরে বসে ছিলাম দীর্ঘক্ষণ। এখনও সালমান শাহের গান কিংবা ভিডিও ফুটেজ দেখলে আমি তন্ময় হয়ে যাই। তিনি শুধু আমার আইডল নন, আমার আত্মার খুব কাছের একজন। প্রিয় নায়কের প্রতি সম্মান জানাতেই স¤প্রতি আরিফিন শুভ প্রথমবারের মত একটি টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। ‘ও আমার বন্ধু গো’ শিরোনামের এই অনুষ্ঠানে থাকছে সালমান শাহকে নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্যচিত্র, ছবি এবং সালমান শাহ ভক্তদের জন্য নতুন কিছু চমক। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘ও আমার বন্ধু গো’ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন