অভি মঈনুদ্দীন ঃ প্রায় দুই যুগ পর বিটিভির অনুষ্ঠানে গাইলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। আসছে ঈদে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত ‘তোমাদেরই গান শুনাবো’ অনুষ্ঠানে রুনা লায়লাকে সঙ্গীত পরিবেশন করতে দেখা যাবে। বিটিভির মহাপরিচালক এস.এম. হারুন অর রশীদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। ইতোমধ্যে অনুষ্ঠানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। এবারের অনুুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আঁখি আলমগীর এবং অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে নায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীরকেও। রুনা লায়লা যে গানগুলো পরিবেশন করবেন সেগুলো হচ্ছে ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘যখন থামবে কোলাহল’,‘ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি’,‘ আমায় ভাসাইলিরে’, ‘কার তরে নিশি জাগো রাই’সহ আরো দুটি গজল। রুনা লায়লা বলেন, ‘প্রায় দুই যুগ পর বাংলাদেশ টেলিভিশনের জন্য গাইলাম। খুব ভালো লেগেছে। সেট ডিজাইন এবং আনুষঙ্গিক অন্যান্য আয়োজন বেশ গুছানো ছিলো। তাছাড়া আঁখি’র উপস্থাপনাও ভালো হয়েছে। পুরো অনুষ্ঠানটিই আশা করছি দর্শকের কাছে উপভোগ্য হবে।’ আঁখি আলমগীর বলেন, ‘এমন একটি অনুষ্ঠানে আমাকে উপস্থাপক হিসেবে রাখার জন্য বিটিভি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আমি কখনো ভাবিনি এমন অনুষ্ঠানের উপস্থাপনা করার সুযোগ পাবো। চেষ্টা করেছি আমার উপস্থাপনার মধ্যদিয়ে তাঁর মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীকে যথাযথভাবে তুলে ধরতে। উল্লেখ্য, বিটিভিতে রুনা লায়লা প্রথম সঙ্গীত পরিবেশন করেন ১৯৭৪ সালে। এরপর আরো তিন/চারবার তিনি বিটিভিতে সঙ্গীত পরিবেশন করেন। সর্বশেষ ১৯৯৪ সালে তিনি বিটিভিতে সঙ্গীত পরিবেশন করেন। বিটিভি’র ঈদ অনুষ্ঠানমালায় রুনা লায়লা’র ‘তোমাদেরই গান শুনাবো’ অনুষ্ঠানটি প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন