বিনোদন ডেস্ক: হলিউডের অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজের বয়স এখন ৪৮। এ বয়সেও তিনি সেই টিনএজ রূপ ধরে রেখেছেন। এর রহস্য কি? লোপেজ জানিয়েছেন, ব্যায়াম করা তার কাছে সবার আগে প্রাধান্য পায়। তাছাড়া কঠিন ডায়েটের মধ্যে থাকেন তিনি। নিজের তৈরি স্বাস্থ্যকর খাবারের উপর ভরসা করেন। ত্বকের জন্য আর পাঁচজনের মতোই সামান্য ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করেন। তবে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে মেকআপ তুলে ফেলেন। এদিকে শুধু রূপের জন্য নয়, পোশাক-আশাকের জন্যও মাঝে মধ্যেই শিরোনাম হন তিনি। অনেকের কাছে তিনি স্টাইল আইকন। স¤প্রতি বিলবোর্ড ল্যাটিন মিউজিক অ্যাওয়ার্ডে হাজির ছিলেন। কালো রঙের গাউনে অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন জেনিফার। তার ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ রয়েছে। মাত্র ২৩ বছর বয়সে প্রথম বিয়ে করেন জেনিফার। যদিও বছর না ঘুরতেই বিচ্ছেদ হয়ে যায়। তারপর বহু পুরুষের সঙ্গে তার নাম জড়িয়েছে। বর্তমানে সাবেক মার্কিন বেজবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে এখন তার সম্পর্ক চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন