বিনোদন ডেস্ক: ‘বিরুদ্ধের বাস্তবে প্রাণের মেলায়’ শ্লোগানকে উপজীব্য করে গত ১১ আগস্ট বেইলী রোডের মহিলা সমিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো বটতলার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৭। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুপুর ৩.১৫’তে শুরু হয় অনুষ্ঠান। এরপর গত ২ বছরের আর্থিক এবং প্রধান নির্বাহী’র রিপোর্ট পেশ এবং তারউপর আলোচনা করেন দলের সদস্যরা। ৩ সদস্য বিশিষ্ট বিষয় নির্বাচনী কমিটি আগামী ২ বছর বটতলাকে সামনে এগিয়ে নেয়ার জন্য নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সিইও এবং অন্যান্য সদস্যদের নাম ঘোষনা করেন। দলের সদস্যদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির জন্য যাদের নাম পাশ হয় তারা হলেন, অধ্যাপক মেসবাহ কামাল, সামিনা লুৎফা নিত্রা, মিজানুর রহমান, আব্দুল কাদের, মোহাম্মদ আলী হায়দার, ইমরান খান মুন্না, মাহাবুব ভুঞা, ব্রাত্য আমিন এবং ইভান রিয়াজ। বর্তমানে শুধু দুটো পদের নাম ঘোষণা করা হয়েছে। কার্য নির্বাহী পরিষদের পরবর্তী সভায় কমিটির অন্যান্যদের দ্বায়িত্ব বন্টন করা হবে। নতুন কমিটিতে সভাপতি হলেন অধ্যাপক মেসবাহ কামাল এবং সিইও সামিনা লুৎফা নিত্রা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন