বিনোদন রিপোর্ট: অবশেষে চলচ্চিত্র পরিবার জোট, হল মালিক এবং বুকিং এজেন্টদের মধ্যে সমঝোতা হয়েছে। গত ১২ আগস্ট একে অপরের মাঝে ফুল বিনিময় করে এই সমঝোতা হয়। এ বিষয়ে রিয়াজ বলেন, 'দিনশেষে আমরা একই চলচ্চিত্র পরিবারের মানুষ। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আবারও আমরা সবাই মিলেমিশে ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে চেষ্টা করব। আজ হল মালিক ও বুকিং এজেন্ট সমিতির নেতাদের সঙ্গে চলচ্চিত্র পরিবারের মিটিং হয়েছে। সেখানে আমরা সবাই মিলেমিশে কাজ করার প্রতিজ্ঞা করেছি। আমরা সবাই উপলব্দি করেছি, আমাদের একটাই পরিবার সেটা হচ্ছে চলচ্চিত্র। তিনি বলেন, 'খুব শিগগিরই আরও অনেক সুখবর আসবে চলচ্চিত্র পরিবারের হাত ধরে। সুদিন ফিরছে চলচ্চত্রের। যারা ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করতে দালালি করছে, পেছন থেকে কলকাঠি নাড়ছে, তাদের দিন ফুরিয়ে এসেছে। তারা সাবধান হোক। দেশ ও দেশের চলচ্চিত্রকে যারা অন্তরে লালন করবেন না, তারা যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদের বাড়তে দেয়া হবে না। চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে উঠতে আমরা সবাই এক হয়েছি। একতার শক্তি অনেক। তিনি চলচ্চিত্রের দুর্দিনে সাহসী ভ‚মিকা নিয়ে নেতৃত্ব দেয়ার জন্য অভিনেতা ফারুকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফারুক সাহেব আমাদের যোগ্য অভিভাবক। অনেকেই কিংবদন্তী হন। কিন্তু এভাবে শক্ত হাতে সবকিছুর মোকাবেলা করতে পারেন না। তিনি আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন একতার, ধৈর্য্যরে, সততার। আমরা সবাই তাকে সম্মান করি। এর আগেও তিনি চলচ্চিত্রের নানা সংকটে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তার হাত ধরেই একসময় চলচ্চিত্র পরিবেশক সমিতি গড়ে উঠেছিল। তিনি আমাদের চলচ্চিত্রের সত্যিকারের নায়ক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন